ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ বছরের ৩১ জুলাই পর্যন্ত জ্ঞাত আয়বহির্ভূত আয়, আত্মসাৎ, ঘুষ লেনদেন, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে ১৭৪৩ জনের বিরুদ্ধে ৪৫২ মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত বছরের আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৪৪টি মামলা দায়ের ও ২৩৯টি অনুসন্ধান করা হয়। ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত ৩০৮টি মামলা দায়ের ও ৬০৭টি অনুসন্ধান করা হয়। এখন পর্যন্ত ১৪৪৩ জনের বিরুদ্ধে ৩৪৮টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে।’