পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২৩:০১
চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ফাইল ছবি

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাইর পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ সৃষ্টি হবে না এবং জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে। এতে ক্ষমতার কেন্দ্রীকরণ কমে যাবে, সংলাপের সংস্কৃতি বৃদ্ধি পাবে এবং ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। 

তিনি বলেন, পিআর পদ্ধতিতে সকল দলের প্রতিনিধিত্ব হবে, যা একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে সহায়ক হবে।

আজ মঙ্গলবার বিকেলে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে ইসলামি আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাইর পীর এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশে ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের প্রভাব এখনও রয়ে গেছে, যা দেশের অস্থিতিশীলতার কারণ। তাই রাজনৈতিক দলগুলোকে নিজেদের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি শিষ্টাচার বজায় রাখতে হবে, যাতে পতিত ফ্যাসিবাদের কোনো সুযোগ না থাকে।

পীর সাহেব জানান, ৫ আগস্টের পর রাষ্ট্র কাঠামো, আইন ও রাজনৈতিক সংস্কারের বিষয়ে ঐকমত্য হয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতিতে এখনো পর্যাপ্ত পরিবর্তন আসেনি। রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি ও সন্ত্রাস কমেনি বরং কিছু ক্ষেত্রে বেড়েছে। 

তিনি বলেন, জনগণের এই প্রতিবাদকে রাজনৈতিক ইস্যু বানিয়ে তা আড়াল করার চেষ্টা করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সকলে একযোগে কাজ করতে হবে।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সহ-সভাপতি ও সংসদ প্রার্থী মাওলানা নাজিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান সহ বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০