বাসস
  ১২ মে ২০২৪, ১৫:২৭

এসএসসি'র ফলাফলে জয়পুরহাটের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো

জয়পুরহাট, ১২ মে, ২০২৪ (বাসস): বছরের প্রথম দিনে নতুন বই প্রদানসহ শিক্ষা ক্ষেত্রে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারনে এখন ভালো ফলাফল করছে শিক্ষার্থীরা৷ 
আজ রোববার ঘোষিত এস এস সি'র ফলাফলে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ নিশ্চিত করে জেলায় শীর্ষে রয়েছে।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. মিজানুর রহমান বলেন, এখানকার সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থাসহ শিক্ষা কার্যক্রমসহ শিক্ষার্থীদের লেখা পড়ায় মনোযোগ দেওয়া ও শিক্ষকদের একাগ্রতায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ২০২৪ সালের এসএসসিতে অংশ নেওয়া ৫৩ জন শিক্ষার্থী সকলেই গোল্ডেন জিপিএ ৫ নিয়ে কৃতকার্য হয়েছে।
জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক জানান, এবার এসএসসিতে ২৩৬ শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই কৃতকার্য হয়েছে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮৮ জন। অভিভাবক ও শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধিতে সরকারের নানা পদক্ষেপের ফলে ফলাফল ভালো করছে বলে মন্তব্য করেন তিনি। জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন জানান, এবার এসএসসিতে অংশ নেওয়া ২৪০ ছাত্রীর সকলেই কৃতকার্য হয়েছে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮৯ জন। শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ভালো ফলাফল করছে ছেলে-মেয়েরা। শিক্ষা ক্ষেত্রে সরকারের নানা পদক্ষেপ গ্রহণের ফলে লেখাপড়ার মান বৃদ্ধির পাশাপাশি পাশের হারও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।