শিরোনাম
নড়াইল, ১০ জুন, ২০২৪ (বাসস) : জেলায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ১২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ শুরু হয়েছে।
সোমবার সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস চত্বরে প্রতিজন কৃষকের মাঝে পাঁচটি করে নারিকেলের চারা বিতরন করা হচ্ছে।
সদর উপজেলা কৃষি অফিসার মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এসময় বক্তব্য রাখেন হুইপের ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ শাকিল প্রমূখ।
এসময় ১৬০০ জন কৃষক-কৃষানীকে ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উচ্চ ফলনশীল (ঊফশী) জাতের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। প্রতিজন কৃষক-কৃষানীকে ৫কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।