বাসস
  ১২ জুন ২০২৪, ২০:২৬
আপডেট : ১২ জুন ২০২৪, ২০:২৯

নীলফামারীতে মাশরুম চাষে মাঠ দিবস 

নীলফামারী, ১২ জুন ২০২৪ (বাসস) : জেলার সদরে আজ মাশরুম চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 
আজ বুধবার দুপুরে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলায় কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রূপম, মাশরুম চাষী রবিউল ইসলাম প্রমুখ। 
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সদর ও সৈয়দপুর উপজেলায় উদ্যোক্তা তৈরীর মাধ্যমে মাশরুম চাষের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সদর উপজেলায় রবিউল ইসলাম ও জাকির হোসেন নামে দুইজন উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেছেন। এজন্য কৃষি বিভাগের উদ্যোগে তাদের ঘর তৈরি করে দেয়া হয়েছে। 
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সাইফুল ইসলাম জানান, ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ’ প্রকল্পের আওতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাশরুম চাষাবাদ করে কৃষকরা লাভবান হতে পারেন।