শিরোনাম
লালমনিরহাট, ১২ জুন ২০২৪ (বাসস) : জেলা সদরে আজ আম, কাঁঠাল, লিচু, পেঁপে, আনারস-সহ বাংলাদেশের বিভিন্ন ধরনের মৌসুমি ও দেশিয় ফল নিয়ে ‘ফল উৎসব’ পালন করা হয়েছে।
আজ বুধবার সকালে জেলা সদরের শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গনে এ উৎসবের আয়োজন করা হয়।
ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সহ- সভাপতি শারাফাত হোসেন পেয়ারা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু প্রমুখ।
এর আগে, ফল উৎসব উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোড়ল হুমায়ুন কবির।
এ ফল উৎসবে বিভিন্ন জাতের আম, কাঁঠাল, লিচু, পেঁপে, আনারস-সহ প্রায় একশ’ ধরনের দেশিয় ও মৌসুমি ফল প্রদর্শন করা হয়।