বাসস
  ১৭ জুন ২০২৪, ১০:১৫

জয়পুরহাটে ২৩৩টি মসজিদ ও ঈদগাহে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

জয়পুরহাট, ১৭ জুন, ২০২৪ (বাসস): সকালের সুন্দর মেঘে ঢাকা আকাশে জেলাজুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় ২৩৩টি  মসজিদ ও ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায় করা হয়।   জয়পুরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহে। এখানে  সকাল সাড়ে ৭টায় প্রথম ও সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। 
কেন্দ্রীয় ঈদগাহের সেক্রেটারি জয়পুরহাট সিদ্দিকীয় মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবদুল মতিন এখানে ঈমামতি করেন। দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 
জেলার বিশিষ্ট জনেরাসহ সর্বস্তরের সাধারণ মুসল্লীবৃন্দ এখানে ঈদুল আজহার নামাজ আদায় করেন। 
জয়পুরহাট চিনিকল জামে  মসজিদেও  বরাবরের মতো সকাল  ৭ টা ও ৮ টায় দু’টি জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়াও কালেক্টরেট ঈদগাহে, কাশিয়াবাড়ী ঈদগাহে, তালীমূল ইসলাম একাডেমী স্কুল এন্ড কলেজ মাঠে , পুলিশ লাইনস মাঠে, খনজনপুর খানকা শরীফ মসজিদ মাঠে, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় আহলে হাদিস মসজিদ মাঠে, তেঁতুলতলী, হাতিল বুলুপাড়া ও করিমনগর লালবাজার ঈদগাহসহ জেলার পাঁচ উপজেলাতে মোট ২৩৩ টি মসজিদ ও ঈদগাহে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়।