সাত তামাক শ্রমিক উদ্ধার

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৪১

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বান্দরবানের লামা উপজেলার বমুখাল এলাকা থেকে মঙ্গলবার রাতে অপহৃত ৭ তামাক চাষীকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকালে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাসস’কে জানান, গতকাল বুধবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অপহরণের প্রায় ২২ ঘন্টা পর অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাহাড়ের অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা লামা উপজেলার সরই ইউনিয়নের বমুখাল এলাকার তামাক ক্ষেতের খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার সকাল থেকেই অপহৃতদের উদ্ধারে পাহাড়ের বমুখাল এলাকা জঙ্গলে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায়। এই সময় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রধারীরা শ্রমিকদের ছেড়ে দিয়ে পালিয়ে গেলে গ্রামের পার্শ্ববর্তী পাহাড়ী এলাকা থেকে যৌথ বাহিনী তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন মো. আমিন (৩৫), তার ছেলে মো. সাকিব (১৪), মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), খামার মালিকের ছেলে মো. জাভেদ (২৬), আসাদ (১৮) এবং মো. আবু হানিফ (২১)। অপহৃতরা সকলেই চট্টগ্রামের লোহাগাড়া ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মানিকপুর গ্রামের বাসিন্দা।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপহরণের সাথে কারা জড়িত তা এখনো জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০