সাত তামাক শ্রমিক উদ্ধার

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৪১

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বান্দরবানের লামা উপজেলার বমুখাল এলাকা থেকে মঙ্গলবার রাতে অপহৃত ৭ তামাক চাষীকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকালে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাসস’কে জানান, গতকাল বুধবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অপহরণের প্রায় ২২ ঘন্টা পর অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাহাড়ের অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা লামা উপজেলার সরই ইউনিয়নের বমুখাল এলাকার তামাক ক্ষেতের খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার সকাল থেকেই অপহৃতদের উদ্ধারে পাহাড়ের বমুখাল এলাকা জঙ্গলে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায়। এই সময় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রধারীরা শ্রমিকদের ছেড়ে দিয়ে পালিয়ে গেলে গ্রামের পার্শ্ববর্তী পাহাড়ী এলাকা থেকে যৌথ বাহিনী তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন মো. আমিন (৩৫), তার ছেলে মো. সাকিব (১৪), মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), খামার মালিকের ছেলে মো. জাভেদ (২৬), আসাদ (১৮) এবং মো. আবু হানিফ (২১)। অপহৃতরা সকলেই চট্টগ্রামের লোহাগাড়া ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মানিকপুর গ্রামের বাসিন্দা।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপহরণের সাথে কারা জড়িত তা এখনো জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০