সাত তামাক শ্রমিক উদ্ধার

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৪১

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বান্দরবানের লামা উপজেলার বমুখাল এলাকা থেকে মঙ্গলবার রাতে অপহৃত ৭ তামাক চাষীকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকালে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাসস’কে জানান, গতকাল বুধবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অপহরণের প্রায় ২২ ঘন্টা পর অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাহাড়ের অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা লামা উপজেলার সরই ইউনিয়নের বমুখাল এলাকার তামাক ক্ষেতের খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার সকাল থেকেই অপহৃতদের উদ্ধারে পাহাড়ের বমুখাল এলাকা জঙ্গলে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায়। এই সময় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রধারীরা শ্রমিকদের ছেড়ে দিয়ে পালিয়ে গেলে গ্রামের পার্শ্ববর্তী পাহাড়ী এলাকা থেকে যৌথ বাহিনী তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন মো. আমিন (৩৫), তার ছেলে মো. সাকিব (১৪), মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), খামার মালিকের ছেলে মো. জাভেদ (২৬), আসাদ (১৮) এবং মো. আবু হানিফ (২১)। অপহৃতরা সকলেই চট্টগ্রামের লোহাগাড়া ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মানিকপুর গ্রামের বাসিন্দা।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপহরণের সাথে কারা জড়িত তা এখনো জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
বৈদেশিক মুদ্রায় ঋণ, ওভারড্রাফট, গ্যারান্টি সংক্রান্ত নীতিমালা সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক
টিএনজেড গ্রুপ, ডার্ড গ্রুপ ও রোর ফ্যাশন লি. মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ সরকারের
টি-টোয়েন্টি দলেও ফিরলেন টেইলর
১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
বিশ্বকাপের প্রস্তুতির জন্য অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে ৩টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা
১০