বাসস
  ২১ জুন ২০২৪, ১৯:৪৭

নীলফামারীতে বিআরটিএর অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা

নীলফামারী, ২১ জুন ২০২৪ (বাসস): জেলার সৈয়দপুর উপজেলায় আজ বিআরটিএ’র অভিযানে ১২টি যানবাহনকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা হয়েছে। 
আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সৈয়দপুর পৌর এলাকার রাবেয়া মোড় এলাকায় পরিচালিত অভিযানকালে এ জরিমানা করেন নীলফামারীতে বিএরটিএ’র সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার। 
এ সময় যানবাহন পরিদর্শক হিমাদ্রী ঘটক, দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 
অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস না থাকা, অতিরিক্ত যাত্রী পরিবহণ ও অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, মোটরসাইকেল আরোহীর হেলমেট না থাকা, সিটবেল্ট না বাধা এবং অযান্ত্রিক যানবাহনের কাছ থেকে জরিমানা হিসাবে মোট ৪৪ হাজার টাকা আদায় করা হয়।
এসময় চলাচলরত যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।