লালমনিরহাটে আলু-পেঁয়াজ-সবজির বাজারে স্বস্তি

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২১:৩৩
ফাইল ছবি

লালমনিরহাট, ১৫ জানুয়ারি ২০২৪ (বাসস): জেলার বাজারগুলোতে শীতকালীন সবজি, আলু ও পেঁয়াজের দামে স্বস্তি ফিরেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এসব পণ্যের কেজি প্রতি দাম কমেছে ২০ টাকা থেকে ৫০ টাকা।

জেলা সদরের বেশ কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, ৭৫ টাকার আলু এখন বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। ৮৫ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৫০ টাকায়। বাজার করতে আসা ক্রেতাদের মতে, এই দাম কিছুটা হলেও পরিবারের বাজেটে স্বস্তি এনে দিয়েছে। 

বিক্রেতারাও জানিয়েছেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামের এই পরিবর্তন। তারা আশা করছেন, দাম আরও কিছুটা কমবে এবং বাজার স্থিতিশীল হবে। সরবরাহ বাড়তে থাকায় আগামী দিনে বাজারে আরও ইতিবাচক পরিবর্তনের আশা করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা দেখা যায়, বাজারগুলোতে পাতাকপি ও ফুলকপি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০ টাকা থেকে ১৫ টাকা, মূলা ১০ টাকা, সিম ২০ টাকা, পেঁপে ১৫ টাকা, কলা হালি প্রতি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা, লাউ প্রতি পিচ ১৫ টাকা থেকে ২০ টাকা, টমেটো প্রতি কেজি ২০-২৫ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

এছাড়া শসা গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে কেজি প্রতি ২৫ টাকা থেকে ৩০ টাকায়, গাজর ২৫ টাকা থেকে ৩০ টাকা, লম্বা বেগুন ১০ টাকা থেকে ১৫ টাকা, গোল বেগুন ১৫ টাকা থেকে ২০ টাকা, কেজিপ্রতি ১০ টাকা কমে মিষ্টি কুমড়া ৩০ টাকা থেকে ৩৫ টাকা এবং লাল শাক, সবুজ শাক, পালং শাক ও কলমি শাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ৫ টাকা থেকে ১০ টাকা, ৪০ টাকার পুইশাকের আঁটি বিক্রি হচ্ছে ২০ টাকায়। 

জেলা শহরের গোশলা বাজারে সবজি কিনতে আসা ক্রেতা আনিসুল হক (৪০) জানান, নতুন বছরের শুরুতে কম দামে সবজি পাচ্ছি এটাই স্বস্তির বিষয়। মূলত শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। 

আরেক ক্রেতা আহাম্মদ আলী (৪০) বলেন, সবজির সরবরাহ বৃদ্ধি ও দাম কমে যাওয়ায় ক্রেতারা পর্যাপ্ত পরিমাণে সবজি কিনছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন
সাবেক এমপি ধনু গ্রেফতার
যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির কাছাকাছি: ট্রাম্প
ইমরানের দলকে আলোচনায় বসার প্রস্তাব পাকিস্তান সরকারের
এমএইচ১৭ বিমান ভূপাতিত করার বিষয়ে পুতিনের সাথে আলোচনা হয়েছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী 
মাদারীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন
তীব্র চাহিদার কারণে উৎপাদনে হিমশিম খাচ্ছে কিউবার চুরুট কারখানা
গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে নিহত ৩৪
বরগুনায় মাছ জব্দ, এতিমখানায় বিতরণ
জুলাই গণহত্যার বিচারে সহায়তার জন্য ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ গ্রন্থটি ট্রাইব্যুনালে প্রদান
১০