বাসস
  ২৩ জুন ২০২৪, ১৭:২৫

বাবা হারালেন সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া

ঢাকা, ২৩ জুন, ২০২৪ (বাসস) : সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার পিতা মো. শাহে আলম মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাত ১১টায় ভারতের মুম্বাইয়ে এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছে ৬৮ বছর। শাহে আলম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্ত্রী, পাঁচ ছেলে সন্তান ও তিন মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী।
এডভোকেট ছিদ্দিক উল্লাহ তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
শাহে আলম মিয়ার লাশ দেশের আনার পর নিজ গ্রামে জানাজা হবে। জানাজার সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এডভোকেট ছিদ্দিক উল্লাহ্ মিয়ার পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।