রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা : তৌহিদ

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০২
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জোর দিয়ে বলেছেন, দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের বোঝা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা, যার সমাধান না হলে তা পুরো অঞ্চলকে হুমকির মুখে ফেলতে পারে।

তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে (এফএসএ) এক সেমিনারে বলেন, বাংলাদেশে রোহিঙ্গা উপস্থিতিকে অনেকেই আমাদের সমস্যা বলে মনে করছেন। এটা তা নয়। এটি একটি বৈশ্বিক সংকট। রোহিঙ্গারা যদি বেপরোয়া হয়ে ওঠে তবে তা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে হোসেন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সম্ভাব্য তহবিল কাটছাঁট মানবিক সংকটকে আরও খারাপ করতে পারে।

তিনি বলেন, ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বৈদেশিক সহায়তা ইতোমধ্যে হ্রাস পাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের তহবিল আরো কাটছাঁট পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র বড় দাতা। তবে নতুন ট্রাম্প প্রশাসন জরুরি খাদ্য সহায়তা বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কর্মসূচি পর্যালোচনা করার জন্য একটি নির্বাহী আদেশ জারি করেছে।

এসময় পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের কথা তুলে ধরে সেখানে রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের পূর্বাভাস দেন।

তিনি জোর দিয়ে বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরে পাওয়া নিশ্চিত করতে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় থাকা জাতিগত গোষ্ঠী ও বেসামরিক নেতাদের অবশ্যই রোহিঙ্গা প্রত্যাবাসনকে তাদের অগ্রাধিকারে অন্তর্ভুক্ত করতে হবে। প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ স ম আলী আশরাফ।

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি ড. খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

২০১৭ সালে গণহারে দেশত্যাগের পর থেকে বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবেলা করছে এবং গত বছরের জুলাই থেকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ তীব্রতর হওয়ায় আরো রোহিঙ্গা পালিয়ে আসছে, যার ফলে কক্সবাজারের জনাকীর্ণ শিবিরগুলোতে চাপ বাড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০