শিরোনাম
সংসদ ভবন, ২৩ জুন, ২০২৪ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, দেশে তৈরি পোশাক খাতে মোট ৫০ লাখ ১৭ হাজার ৬৫২ জন শ্রমিক রয়েছে, যার ৫৫ দশমিক ৫৭ শতাংশ নারী। অর্থাৎ এ খাতে ২৭ লাখ ৮৮ হাজার ৬১৬ জন নারী শ্রমিক (ইপিজেড ব্যতীত) রয়েছে।
আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিজিএমইএ-এর তথ্য অনুযায়ী (বায়োমেট্রিক ডাটাবেইজ অনুসারে) বাংলাদেশে তৈরি পোশাক কারখানায় ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক নিয়োজিত রয়েছে যার ৫২.২৮ শতাংশ নারী শ্রমিক অর্থাৎ এ খাতে নারী শ্রমিক রয়েছে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন। বিকেএমইএ-এর তথ্য অনুযায়ী বাংলাদেশে নিট সেক্টরে বর্তমানে মোট ১৭ লাখ ২৫৫ জন শ্রমিক রয়েছে যার ৬২ শতাংশ নারী অর্থাৎ এ খাতে ১০ লাখ ৫৪ হাজার ১৫৭ জন নারী শ্রমিক রয়েছে। দেশে তৈরি পোশাক খাতে মোট ৫০ লাখ ১৭ হাজার ৬৫২ জন শ্রমিক রয়েছে, যার ৫৫.৫৭ শতাংশ নারী অর্থাৎ ২৭ লক্ষ ৮৮ হাজার ৬১৬ জন নারী শ্রমিক (ইপিজেড ব্যতীত) কর্মরত রয়েছে।’