শিরোনাম
ঢাকা, ২ নভেম্বর, ২০২৪ (বাসস): জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের মা হালিমা খানম বার্ধক্যজনিত কারণে আজ দুপুরে যশোরের কেশবপুর উপজেলার বাগদা গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
আজ বাদ এশা নিজগ্রামে মরহুমার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হালিমা খানম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘হালিমা খানম এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসীব এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় হালিমা খানম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।