দিনাজপুরে সাঁওতাল সম্প্রদায়ের সপ্তাহব্যাপী সহরায় উৎসব শুরু

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৪৮
দিনাজপুর সদর উপজেলার খোশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাঁওতাল সম্প্রদায়ের সহরায় উৎসব শুরু। ছবি: বাসস

দিনাজপুর, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলায় পূজা অর্চনা ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সাঁওতাল সম্প্রদায়ের  সপ্তাহব্যাপী দিশম সহরায় উৎসব শুরু হয়েছে । 

গতকাল বুধবার রাত ১০টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত জেলার সদর উপজেলার খোশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মারাং গুরু মহাদেব শীবকে উদ্দেশ্য করে নানান ধর্মীয় রীতিনীতিতে পূজা অর্চনা সম্পূর্ণ করা হয়েছে। 

সরকারি স্কুল মাঠে আয়োজিত উৎসবে বিভিন্ন পাড়া মহল্লায় নারী পুরুষ ও শিশুদের অংশগ্রহণে  সপ্তাহব্যাপী এ  উৎসব প্রথম দিন সমাপ্ত করা হয়েছে। গুরু মারাং বলেন,  এতে সনাতনী ৩৬ জাতির মধ্যে সাঁওতাল সম্প্রদায়ের কিস্কু, মুর্ম্মু, হেম্রম এবং হাঁসদাসহ ১২টি গোত্রের লোকেরা অংশ নিয়েছে।

প্রথম দিনের আয়োাজন গতকাল বুধবার রাত সাড়ে বারোটা পর্যন্ত অংশগ্রহণকারী নারী-পুরুষ শিশুদের ভরিভোজ ঢাকঢোল বাদ্য বাজনা নাচগানে মেতে উৎসব পালন করে।

অংশগ্রহণকারীরা বলছেন, সৃষ্টিকর্তার সন্তুুটির জন্য প্রতি বছরের পৌষ মাসের শেষ সংক্রান্তিতে সহরায় উৎসবে আনন্দ উল্লাসে মাতে তারা ।

পঞ্জিকের হিসাব অনুযায়ী, গতকাল বুধবার পৌষ মাসের শেষ দিন ছিল।পৌষ মাসের শেষ দিনকে বিদায় জানাতে তারা এইসব পালন করেছেন। আজ বৃহস্পতিবার থেকে বাংলা মাঘ মাসের শুরু এই মাসকে বরণ করতে তারা সপ্তাহব্যাপী বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে উৎসব উদযাপন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০