দিনাজপুরে সাঁওতাল সম্প্রদায়ের সপ্তাহব্যাপী সহরায় উৎসব শুরু

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৪৮
দিনাজপুর সদর উপজেলার খোশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাঁওতাল সম্প্রদায়ের সহরায় উৎসব শুরু। ছবি: বাসস

দিনাজপুর, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলায় পূজা অর্চনা ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সাঁওতাল সম্প্রদায়ের  সপ্তাহব্যাপী দিশম সহরায় উৎসব শুরু হয়েছে । 

গতকাল বুধবার রাত ১০টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত জেলার সদর উপজেলার খোশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মারাং গুরু মহাদেব শীবকে উদ্দেশ্য করে নানান ধর্মীয় রীতিনীতিতে পূজা অর্চনা সম্পূর্ণ করা হয়েছে। 

সরকারি স্কুল মাঠে আয়োজিত উৎসবে বিভিন্ন পাড়া মহল্লায় নারী পুরুষ ও শিশুদের অংশগ্রহণে  সপ্তাহব্যাপী এ  উৎসব প্রথম দিন সমাপ্ত করা হয়েছে। গুরু মারাং বলেন,  এতে সনাতনী ৩৬ জাতির মধ্যে সাঁওতাল সম্প্রদায়ের কিস্কু, মুর্ম্মু, হেম্রম এবং হাঁসদাসহ ১২টি গোত্রের লোকেরা অংশ নিয়েছে।

প্রথম দিনের আয়োাজন গতকাল বুধবার রাত সাড়ে বারোটা পর্যন্ত অংশগ্রহণকারী নারী-পুরুষ শিশুদের ভরিভোজ ঢাকঢোল বাদ্য বাজনা নাচগানে মেতে উৎসব পালন করে।

অংশগ্রহণকারীরা বলছেন, সৃষ্টিকর্তার সন্তুুটির জন্য প্রতি বছরের পৌষ মাসের শেষ সংক্রান্তিতে সহরায় উৎসবে আনন্দ উল্লাসে মাতে তারা ।

পঞ্জিকের হিসাব অনুযায়ী, গতকাল বুধবার পৌষ মাসের শেষ দিন ছিল।পৌষ মাসের শেষ দিনকে বিদায় জানাতে তারা এইসব পালন করেছেন। আজ বৃহস্পতিবার থেকে বাংলা মাঘ মাসের শুরু এই মাসকে বরণ করতে তারা সপ্তাহব্যাপী বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে উৎসব উদযাপন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির কাছাকাছি: ট্রাম্প
ইমরানের দলকে আলোচনায় বসার প্রস্তাব পাকিস্তান সরকারের
এমএইচ১৭ বিমান ভূপাতিত করার বিষয়ে পুতিনের সাথে আলোচনা হয়েছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী 
মাদারীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন
তীব্র চাহিদার কারণে উৎপাদনে হিমশিম খাচ্ছে কিউবার চুরুট কারখানা
গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে নিহত ৩৪
বরগুনায় মাছ জব্দ, এতিমখানায় বিতরণ
জুলাই গণহত্যার বিচারে সহায়তার জন্য ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ গ্রন্থটি ট্রাইব্যুনালে প্রদান
ইউক্রেন শান্তি আলোচনা : কিয়েভ ও মস্কোর অবস্থান
নড়াইলে বোরো ধানের ফলনে স্বস্তিতে কৃষক
১০