‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০০:১০ আপডেট: : ২৪ আগস্ট ২০২৫, ০০:১৩
ছবি : বাসস

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে ইসলামিক সিভিক ইন্টেলেকচুয়াল ফোরাম (আইসিআইএফ) আয়োজিত ‘বাংলাদেশের যুব সম্পদ ও কৌশলগত যুবনেতৃত্বের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তরা।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন কবি ও রাষ্ট্রচিন্তক মাওলানা মুসা আল হাফিজ। সেমিনারে পেপার উপস্থাপন করেন ব্যারিস্টার এসএম আবিদ রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আবদুর রব বলেন, বাংলাদেশের যুবশক্তি নৈতিক, জ্ঞানভিত্তিক ও ভূরাজনৈতিক বাস্তবতার এক কেন্দ্রবিন্দু। এই বাস্তবতাকে ফলবান করার জন্য প্রয়োজন এমন এক ডকট্রিন, যা একদিকে ভবিষ্যতের কাঠামো নির্মাণ করবে, অপরদিকে অতীতের দায় ও আত্মপরিচয়ের সংযোগে রূপান্তর ঘটাবে।

আলোচনায় আরও অংশগ্রহণ করেন শিক্ষাবিদ ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) ড. আশরাফ আল দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, বিশিষ্ট রাজনীতিবিদ ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুবশক্তিবিষয়ক গবেষক ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কবি পলিয়ার ওয়াহিদ, জব্বার আল নাঈম, অর্থনীতিবিদ শামস আরেফিন ও এটিজেড টেকনোলজির কর্ণধার ও বিজনেস কোচ আল মোমেন, ডাকসু এজিএস প্রার্থী সাঈফ মুহাম্মদ আলাউদ্দীনসহ অনেকে।

বক্তারা বলেন, যুবশক্তির বিকাশের প্রথম শর্ত হলো সঠিক শিক্ষা। এমন শিক্ষা, যা শুধু পরীক্ষায় পাস করায় না, জীবনের সমস্যার সমাধান করতে শেখায়। আমাদের প্রয়োজন জ্ঞান আর দক্ষতার এমন মেলবন্ধন, যা একজন তরুণকে কর্মঠ, সৃজনশীল আর দায়িত্ববান মানুষে পরিণত করবে।

বক্তৃরা আরও বলেন, প্রয়োজন নৈতিকতার বিকাশ। শিক্ষা যদি মাথা গড়ে, নৈতিকতা গড়ে হৃদয়। মাদক, সন্ত্রাস, ভোগবাদ-এই অন্ধকার থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। কারণ নৈতিকতা ছাড়া জ্ঞানও অন্ধ, আর শক্তিও ধ্বংসাত্মক।

উদ্যোক্তা মানসিকতার গুরুত্বারোপ করে বক্তারা বলেন, যুবকরা কেন শুধু চাকরির পেছনে ছুটবে? যুবকেরা যদি উদ্যোক্তা হয়, তবে তারা শুধু নিজের জন্য নয়, শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। কৃষি, প্রযুক্তি, শিল্প, গবেষণা—সবখানেই যুবকরা নেতৃত্ব দিতে পারে।

সভাপতির বক্তৃতায় মুসা আল হাফিজ বলেন, যুবক মানে কেবল বয়সের পরিচয় নয়। যুবক মানে শক্তি, স্বপ্ন, দায়িত্ব এবং ত্যাগ। রাষ্ট্র যদি সুযোগ দেয়, সমাজ যদি আস্থা রাখে, আর তরুণ যদি নিজের ভেতরে জাগিয়ে তোলে নৈতিকতা ও আত্মবিশ্বাস-তবে যুবকরা আগামী দিনের উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে পারবে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইফতেখার রাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০