ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২১:১৯ আপডেট: : ২৩ আগস্ট ২০২৫, ২১:২৪
নির্বাচন কমিশন ভবন। ছবি : বাসস

হাবিবুর রহমান

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি চলছে। আগামীকাল রোববার নির্বাচন কমিশনের পক্ষে কমিশনের (ইসি) সিনিয়র সচিব আকতার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করার কথা রয়েছে। 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) চূড়ান্ত করতে চার নির্বাচন কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন।

এদিকে আজ রাজশাহীতে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ‘প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধান ও নির্বাচন কমিশন আইনে পিআর পদ্ধতি বলে কিছু নেই। একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আমরা পুরোদমে প্রস্তুতি নিচ্ছি।’ 

এ সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) চলতি সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। আগামীকাল রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক হয়। ওইদিন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আগামী রোববার এ বিষয়ে ইসির সিনিয়র সচিব গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন।

গত ১৮ আগস্ট ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়ে ছিলেন, ‘একটা কর্মপরিকল্পনার (নির্বাচনী রোডম্যাপ) বিষয়ে বলেছিলাম আমরা এই সপ্তাহে এটা করবো। কর্মপরিকল্পনার তো আমাদের আন্তঃঅনুবিভাগ সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে। কর্মপরিকল্পনার ড্রাফ্ট করা হয়েছে। ড্রাফ্টটি এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো।

সীমানা নিয়ে ইসিতে আপত্তি শুনানি শুরু হচ্ছে রোববার : আগামী ২৪ আগস্ট রোববার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি শুরু হচ্ছে। এ শুনানি চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব শুনানিতে উপস্থিত থাকবেন।

এ বিষয়ে ইসির জারি করা প্রজ্ঞাপনের সূচি অনুযায়ী আগামী ২৪ আগস্ট : কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি করা হবে।

২৪ আগস্ট রোববার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫; আড়াইটা থেকে সাড়ে তিনটায় কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১; সাড়ে তিনটা থেকে ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩, লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের শুনানি হবে।

২৫ আগস্ট খুলনা অঞ্চল, বরিশাল অঞ্চল ও চট্টগ্রাম অঞ্চল দাবি আপত্তির শুনানি হবে।

২৫ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাতক্ষীরা-৩, ৪, যশোর-৩, ৬, বাগেরহাট-১, ২ ও ৩; আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঝালকাঠি-১, বরগুনা-১, ২, পিরোজপুর-১, ২, ৩, চট্টগ্রাম-৩, ৫, ৮, ১৯, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান আসনের শুনানি হবে।

২৬ আগস্ট ঢাকা অঞ্চল দাবি- আপত্তির শুনানি হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১, ২, ৩, নরসিংদী-৪, ৫, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি হবে।

২৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি আপত্তির শুনানি হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১, ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫, ৬, পাবনা-১; আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর- ১,৪, মাদারীপুর-২, ৩, শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হবে। শুনানি শেষে রায় সংশ্লিষ্টদের জানিয়ে দেবে ইসির আইন শাখা।

খসড়া তালিকা প্রকাশ : দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ : গত ১০ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) ২০২৫ সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ৩০ জুন পর্যন্ত দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ জন এবং নারী ভোটার ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৫ সালে ভোটার অন্তর্ভুক্তির হার ৩ দশমিক ৬৯ শতাংশ এবং ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৯৭ শতাংশ।

আখতার আহমেদ জানান, গত ২ মার্চ ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পরবর্তীতে বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। এ হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। একই সময়ে মৃত ও অযোগ্য ভোটার হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। ফলে সম্পূরক তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

তিনি আরও বলেন, সম্পূরক খসড়া তালিকা আমাদের সব অফিসে প্রকাশ করা হয়েছে। কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হলে তা জানাতে হবে এবং প্রাপ্ত সংশোধনী যাচাই করে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

রাজনৈতিক দল নিবন্ধন : নিবন্ধন চেয়ে আবেদন বাতিল হওয়া ১২১টি রাজনৈতিক দলকে গত বৃহস্পতিবার থেকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ৬২টি দলকে আবেদন নামঞ্জুর হওয়ার চিঠি দেওয়া হয় এবং বাকী ৫৯ দলকে এ সপ্তাহের মধ্যে এই চিঠি দেওয়া হবে বলে ইসি উপসচিব মাহবুব আলম শাহ্ বাসসকে জানিয়েছেন।

ইসির কর্মকর্তারা জানান, ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করেছিল। তবে প্রথমে শর্তপূরণ না করায় তথ্য ঘাটতি পূরণে ১৪৩টি দলকেই চিঠি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ৮৪ টি দল ঘাটতি পূরণ করে ইসিতে কাগজপত্র জমা দেয়। এর মধ্যে ১২১টি দলের আবেদন প্রাথমিক বাছাইয়ে নামঞ্জুর হয়। বর্তমানে জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের মাঠপর্যায়ে তদন্ত করছে ইসি।

১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে ইসি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বরে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, এলাকা ভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি/আপত্তি গ্রহণ ও দাবি/আপত্তিসমূহ নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন। যার সময়সূচি নিম্নরূপ। খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর। খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি/আপত্তি গ্রহণের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রাপ্ত দাবি/আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ ১২ অক্টোবর। খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্তকরণ ২০ অক্টোবর।

অপতথ্য মোকাবেলায় ইসির ইউটিউব চ্যানেল : দেশের ভোটারদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য, বানোয়াট ভিডিও ও অপতথ্যের বিরুদ্ধে লড়াই শুরু করার আহ্বান জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার  নির্বাচন কমিশনের (ইসি) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভাষণে ভোটার ও দেশবাসীর কাছে এ আহ্বানের জানান তিনি।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য দেশবাসীর সম্মুখে খুব নির্ভরযোগ্য সহজ-সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল। এতে থাকবে নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে। এতে থাকবে ভোটার রেজিস্ট্রেশনের পদ্ধতি সম্পর্কিত বিষয়। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সময়সূচি, প্রার্থীদের করণীয় সংক্রান্ত এবং এদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্পর্কিত বক্তব্য। ভোটার হিসেবে আপনার যে নাগরিক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এবং অধিকার রয়েছে সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় এই ইউটিউব  চ্যানেলের মাধ্যমে আমরা পরিবেশন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

সিইসি বলেন, ইদানীং একটা বড় চ্যালেঞ্জ আমাদের সময়ে দেখা দিয়েছে। সে চ্যালেঞ্জটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ। মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য নিয়ে ভিডিও, অপতথ্য নিয়ে ভিডিও এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। আমার আবেদন থাকবে যেকোনো তথ্য বিশ্বাস করার আগে আপনারা দয়া করে যাচাই করে নেবেন। পাওয়া মাত্রই এটা বিশ্বাস করে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন আগে যাচাই করে নিবেন। যদি বিশ্বাস করেন আগে যাচাই করে তারপর আপনারা বিশ্বাস স্থাপন করবেন এই তথ্যের উপরে। আমরা সবাই মিলে এই অপতথ্য মোকাবেলার একসঙ্গে লড়াই শুরু করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর যে প্রয়াস এটার বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০