অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ২২:৫৪

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস): অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় তিনটি প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। আজ দুদক জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দুদক  জানায়, পটুয়াখালী মেডিকেল কলেজে ও হাসপাতালে   স্বাস্থ্য সরঞ্জামসহ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির  অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের  অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের কাছ থেকে অভিযোগ সংশ্লিষ্ট টেন্ডার সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ এবং প্রকল্প পরিচালকের বক্তব্য গ্রহণ করা হয়।  প্রাপ্ত রেকর্ডপত্র ও বক্তব্য বিশ্লেষণে দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্পের টেন্ডার ডকুমেন্ট দাখিলের সময়সীমা আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত। অর্থাৎ প্রকল্পটির টেন্ডার কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এনফোর্সমেন্ট টিম প্রকল্পটির টেন্ডার সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে।

এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীর কার্যালয়ে ঠিকাদারদের ভয়-ভীতি দেখিয়ে তাদের নিকট ঘুষ দাবিসহ নানা অভিযোগে আরেকটি একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণসহ  রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘুষ লেনদেনের ভিডিও পর্যবেক্ষণ করা হয় । ভিডিওতে একজনকে টাকা লেনদেন করতে দেখা যায়, বিষয়টিতে ঘুষের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত ভিডিও এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে শীঘ্রই কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও অগ্রিম বিল উত্তোলন করে নেয়ার অভিযোগে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। টিম অভিযানকালে সরেজমিনে নিরপেক্ষ প্রকৌশলীসহ পিইডিপি-৪  প্রকল্পের আওতায় চলমান কাজগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে টিম কর্তৃক প্রকল্পের অগ্রিম বিল প্রদানসহ কিছু অনিয়ম ও অসঙ্গতির সত্যতা পায়।

দুদক জানায়, এসব অভিযানের সংশ্লিষ্ট রেকর্ডপত্র বিশ্লেষণ করে টিম পরবর্তীতে কমিশন বরাবর  বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুয়াকাটা মহাসড়কে পাঁচ বাসে অভিযানে ৯০০ কেজি জাটকা জব্দ
জাতীয় জীবন ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৬০০ কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা গ্রেফতার
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই : বিইপিআরসি চেয়ারম্যান
বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের ২য় সভা অনুষ্ঠিত
৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক
অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বন্ধ করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধনে ইসির পরিপত্র
ঢাবি ছাত্রদলের আয়োজনে টিএসসিতে নবান্ন উৎসব বৃহস্পতিবার
১০