খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০০:৫০
ছবি : সংগৃহীত

খুলনা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : খুলনার খানজাহান আলী হকার্স মার্কেটে যৌথবাহিনী অভিযানে প্রায় ৮ টনের বেশি অবৈধ ও নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় অভিযান শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এ সময় যৌথবাহিনী ওই মার্কেট থেকে প্রায় ৮ টনের বেশি অবৈধ ও নিষিদ্ধ পলিথিন জব্দ করে। পরে ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি প্রতিষ্ঠানের মালিককে না পাওয়ায় সেটি সীলগালা করে দেওয়া হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। তিনি বলেন, যৌথবাহিনী শনিবার বেলা ১১টার দিকে নগরীর খানজাহান আলী হকার্স মার্কেটের বিভিন্ন প্রতিষ্ঠানে অনুসন্ধান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানের ৮টি গোডাউন থেকে ৮ হাজার ৮৫ কেজি ব্যবহার নিষিদ্ধ পলিথিন জব্দ করে।

এদের মধ্যে ৩টি প্রতিষ্ঠানক গৌতম স্টোর, উত্তম স্টোর ও টিউলিপ স্টোর থেকে ৪ হাজার ৪৬০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। এ সময় ওই তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অপরদিকে অভিযান চলাকালে রনি স্টোরের মালিককে পাওয়া যায়নি। পরে তার প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৬২৫ কেজি পলিথিন উদ্ধার করে সীলগালা করা হয়। একটি প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এলডিসি গ্র্যাজুয়েশন থেকে পিছিয়ে আসার কোনো উপায় নেই: আনিসুজ্জামান
নওগাঁয় চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সাধারণ সভা
দক্ষতা প্রশিক্ষণ ও ঋণ সহায়তায় উদ্যোক্তা হয়ে উঠছেন রাজশাহীর যুবকরা
পিরোজপুরে ঝুঁকিপূর্ণ পুলিশ ব্যারাকের সংস্কার কাজ শুরু
অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে যেতে চায় : আইন উপদেষ্টা 
ভোলায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক
বাংলাদেশ বেতারের মহাপরিচালকের রাঙ্গামাটি কেন্দ্র পরিদর্শন
এনসিএল টি-টোয়েন্টি শুরু কাল
সন্ত্রাসবাদ দমনে ফ্রান্স ও যুক্তরাজ্য প্রতিনিধিদলের সাথে এটিইউ প্রধানের সাক্ষাৎ
স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহে উত্তরাঞ্চলে চরবাসীর জীবনে স্বস্তি
১০