খুলনা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : খুলনার খানজাহান আলী হকার্স মার্কেটে যৌথবাহিনী অভিযানে প্রায় ৮ টনের বেশি অবৈধ ও নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় অভিযান শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এ সময় যৌথবাহিনী ওই মার্কেট থেকে প্রায় ৮ টনের বেশি অবৈধ ও নিষিদ্ধ পলিথিন জব্দ করে। পরে ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি প্রতিষ্ঠানের মালিককে না পাওয়ায় সেটি সীলগালা করে দেওয়া হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। তিনি বলেন, যৌথবাহিনী শনিবার বেলা ১১টার দিকে নগরীর খানজাহান আলী হকার্স মার্কেটের বিভিন্ন প্রতিষ্ঠানে অনুসন্ধান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানের ৮টি গোডাউন থেকে ৮ হাজার ৮৫ কেজি ব্যবহার নিষিদ্ধ পলিথিন জব্দ করে।
এদের মধ্যে ৩টি প্রতিষ্ঠানক গৌতম স্টোর, উত্তম স্টোর ও টিউলিপ স্টোর থেকে ৪ হাজার ৪৬০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। এ সময় ওই তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে অভিযান চলাকালে রনি স্টোরের মালিককে পাওয়া যায়নি। পরে তার প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৬২৫ কেজি পলিথিন উদ্ধার করে সীলগালা করা হয়। একটি প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।