কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদানে সমন্বয় সভা

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৩:৫৫
বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

গোপালগঞ্জ, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সবুজ চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিলা খানম। 

আরও ছিলেন জুনিয়র কার্ডিওলজিস্ট ডা. হরিপদ রায়, শিশু বিশেষজ্ঞ ডা. পরিমল কুমার দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এম ফরুক হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল, শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, পৌর নির্বাহী কর্মকর্তা পিযুষ কান্তি বিশ্বাস ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহবায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও প্রত্যেকটি টিকা কেন্দ্রে শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে। কমিউনিটি পর্যায়ে এই টিকাদান কর্মসূচি ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
শতভাগ শিশুদের টাইফয়েড টিকাদানের আওতায় নিয়ে আসতে সবাইকে এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ 
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মী গ্রেফতার 
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় শজিমেক এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই গুজব প্রতিহত করা সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা
বান্দরবানে দুস্থদের সহায়তা দিল সেনাবাহিনী
নরসিংদী জেলা ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যয়বহুল মেগা প্রকল্পের পরিবর্তে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় মনোযোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১০