নরসিংদী জেলা ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৬:০৪
জেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসবৃন্দ। ছবি : বাসস

নরসিংদী, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস):জেলায়  দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। 

আজ বুধবার দিনব্যাপী শহরের সাটিরপাড়া কালী কুমার খেলার মাঠে এ ক্যাম্পের আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নরসিংদী জেলা শাখা।

মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

দেশব্যাপী ডেঙ্গুজ্বর ও চিকনগুনিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক তারেক রহমানের ৩১ দফা কার্যক্রমের অংশ হিসেবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানিয়েছে ড্যাব।

ক্যাম্পে নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, গ্যাষ্ট্রো এন্টাররোলজি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থপেডিক বিশেষজ্ঞসহ ১২ জন চিকিৎসক সেবা প্রদান করেন। দিনব্যাপী এ চিকিৎসাসেবা গ্রহণ করেন বিভিন্ন বয়সী হাজারো রোগী।

ড্যাব জেলা শাখার সভাপতি ডা. এম. এস.এস, হাসান আল জামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এসময় ড্যাব কেন্দ্রিয় কমিটির সভাপতি অধ্যাপক ডা.হারুন আল রশিদ,মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, জেলা সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান,কেন্দ্রিয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ সভাপতি হারুন অর রশিদ, বি.জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, ড্যাব, জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে ২৩৭ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। অংশগ্রহণমূলক ও অবাধ-সুষ্ঠু নির্বাচনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশের স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। জনগণের যে দাবি, দেশের একজন নাগরিকও যাতে চিকিৎসা সেবা বঞ্চিত না হয়, সে ব্যবস্থাও  নেয়া হবে  বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিভারপুলের কাছে পরাজিত রিয়াল, পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন
ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৯
ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, বিদেশি ২ নাগরিক রিমান্ডে
বগুড়ায় ট্রাফিক সপ্তাহে র‌্যালি ও লিফলেট বিতরণ
এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতি : শিল্প উপদেষ্টা
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণসহ যুবক আটক
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
সিআরআই জালিয়াতি : জয়, পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা 
৫ শরিয়াহ ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশ সেরা ঢাবি
১০