
ঢাকা, ৫ নভেম্বর ২০২৫ (বাসস) : এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টারের একমাত্র গোলে এ্যানফিল্ডে মঙ্গলবার রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছেন লিভারপুল। এদিকে লুইস দিয়াজের জোড়া গোলে ফরাশি রাজধানীতে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে ২-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।
প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল ৩-০ গোলে বিধ্বস্ত করেছে স্লাভিয়া প্রাগকে। এই ম্যাচে বদলী বেঞ্চ থেকে মাঠে নেমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে খেলার রেকর্ড গড়েছেন আর্সেনালের উঠতি তারকা ম্যাক্স ডাউম্যান। ১৫ বছর ৩০৮ দিন বয়সে কাল তিনি মাঠে নেমেছিলেন।
চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন ও দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল এ পর্যন্ত চার ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করেছে। তাদের সাথে আরো রয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।
এ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কুর্তোয়া দুর্দান্ত পারফরমেন্স দিয়ে বারবার ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুলকে হতাশ করেছে। ম্যাচ শেষে একমাত্র গোলদাতা ম্যাক এ্যালিস্টারও কুর্তোয়ার প্রশংসা করতে ভুল করেননি, ‘সে একজন চমৎকার গোলরক্ষক। কিন্তু আমি মনে করি আজ আমরা ভাল খেলেছি, এই জয়টা আমাদের প্রাপ্য ছিল।’
৬১ মিনিটে আর্জেন্টাইন ম্যাক এ্যালিস্টার শেষ পর্যন্ত কুর্তোয়ার প্রতিরোধ ভাঙ্গতে সক্ষম হন। ডোমিনিক সোবোজলাইয়ের ফ্রি-কিক থেকে দারুন এক হেডে তিনি লক্ষ্যভেদ করেন।
ম্যাচ শেষের ৯ মিনিট লিভারপুলের সাবেক তারকা ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড যখন মাঠে নামেন তখন পুরো স্টেডিয়াম তাকে দুয়োধ্বনি দিয়েছে।
গত প্রতিযোগিতা মিলিয়ে আগের আটটি ম্যাচের ছয়টিতেই পরাজিত হয়েছে লিভারপুল। কোচ আর্নে স্লট তাই এই ম্যাচের মাধ্যমে ভাগ্য ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে সেপ্টেম্বরের পর মাদ্রিদের কোন ম্যাচে এটাই প্রথম পরাজয়।
পার্ক ডি প্রিন্সেসে জার্মান জায়ান্ট বায়ার্নকে আতিথ্য দেবার আগে স্বাগতিক মিডফিল্ডার ভিটিনহা বলেছিলেন ইউরোপের সেরা দুটি দল একে অপরের মোকাবেলা করতে মাঠে নামছে।
কালকের ম্যাচে জয়ের মাধ্যমে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৬ ম্যাচের ১৬টিতেই জয় ধরে রাখলো।
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেছেন, ‘আমি জানি এখনই চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী দল নিশ্চিত হয়ে যাবেনা। পিএসজিও গত মৌসুমে শেষ মুহূর্তে জয়ী হয়েছিল। কিন্তু দিনের শেষে এই তিন পয়েন্ট সত্যিই গুরুত্বপূর্ণ।’
গ্রীষ্মে দলে আসা দিয়াজই কাল ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছিলেন। ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই ঘটেছে সব নাটকীয় ঘটনা। দিয়াজ দুই গোল দেবার পর আশরাফ হাকিমিকে বিপদজনক ট্যাকেল করে লাল কার্ড দেখেছেন। এই ট্যাকেলে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন হাকিমি। এর আগে ২৫ মিনিটে ইনজুরির কারনে মাঠ ছাড়েন ব্যালন ডি’অর বিজয়ী ওসমানে ডেম্বেলে। ৭৪ মিনিটে হুয়াও নেভেস পিএসজির হয়ে এক গোল পরিশোধ করলেও তা শেষ পর্যন্ত দলের হার এড়াতে পারেনি।
এ বছরের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে এই প্রথম হারের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। মিকেল মেরিনোর দুই গোলের সাথে স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন বুকায়ো সাকা।