বিসিবির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সালাহউদ্দিন

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৮:৫৮ আপডেট: : ০৫ নভেম্বর ২০২৫, ১৯:০৪

ঢাকা, ৫ নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগ করেছেন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রধান নির্বাহীর কাছে সালাহউদ্দিন তার পদত্যাগপত্র জমা দেন। পরে বিসিবি পদত্যাগপত্র গ্রহণ করেছে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট ও টি২০ সিরিজের পর তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন। 

বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন নিজেদের মধ্যে আলোচনার পর সালাহউদ্দিনের পদত্যাগের বিষয়ে পরবর্তী মন্তব্য তারা করবেন। এ সম্পর্কে ফাহিম বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর সালাহউদ্দিন পদত্যাগের ইচ্ছা পোষন করেছেন। আমরা আর কোনও মন্তব্য করার আগে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করবো।’

২০২৪ সালের নভেম্বরে জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন  সালাহউদ্দিন। এর আগে ২০০৬-২০১০ সাল পর্যন্ত বাংলাদেশর দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া ২০১০-২০১১ সাল পর্যন্ত বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবেও তিনি কাজ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সিইসির কাছে নেত্রীদের দাবি: নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন
মেট্রোরেলের কামালাপুর অংশের নির্মাণ অগ্রগতি ৬৫.৬৮ শতাংশে পৌঁছেছে
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ১০০ ছাড়িয়েছে
ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
বিজিএমইএ এবং আইএমএফ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত
গাজায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
১০