কাল বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৮:২৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ নভেম্বর ২০২৫ (বাসস) : দুই টেস্ট ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। 

এই প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড দুটি টেস্ট ম্যাচ খেলবে। সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশ সফরে আইরিশরা একটি টেস্ট ও তিনটি টি২০ ম্যাচ খেলেছিল। 

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি একটি বিশেষ কারনে বাংলাদেশের জন্য স্মরণীয় হতে যাচ্ছে। এই সিরিজে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। 

আগামী ১১-১৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ও ১৯-২৩ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। 

এছাড়া ২৭ ও ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি২০ সিরিজের তিনটি ম্যাচ।

আয়ারল্যান্ড টেস্ট স্কোয়াড : এ্যান্ড্রু বালবিরনি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড ক্রামিচেল, স্টিফেন ডোহেনি, গাভিন হোয়ে, গ্র্যাহাম হিউম, ম্যাথু হামফ্রেস, এন্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নেইল, হ্যারি টেক্টর, লোরকান টাকার, ক্রেইগ ইয়ং।

আয়ারল্যান্ড টি২০ স্কোয়াড : পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক আদায়ের, রস আদায়ের, বেন কালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, জস লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ১০০ ছাড়িয়েছে
বিজিএমইএ এবং আইএমএফ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত
গাজায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানির ন্যায্য বণ্টন দাবি 
দশ বছর পূর্তিতে ১৪ নভেম্বর সমাবেশ ও মাথাল র‌্যালি করবে গণসংহতি আন্দোলন
হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
১০