ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ২০:৪০
ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) :  উত্তর ও পূর্ব ইউরোপের দেশগুলোর জোট জেইএফ-এ ‘বর্ধিত অংশীদারিত্ব’ মর্যাদা পেয়েছে ইউক্রেন। বুধবার এ তথ্য জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি।

ওসলো থেকে এএফপি জানায়, ব্রিটেনের নেতৃত্বাধীন ১০ সদস্যবিশিষ্ট জেইএফ-এ রয়েছে ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেন। এ দেশগুলোর সবই ন্যাটোর সদস্য।

নরওয়েজিয়ান সম্প্রচার সংস্থা এনআরকে-কে হিলি বলেন, ‘আমি মনে করি এই চুক্তি পুতিনের জন্য একটি কড়া বার্তা। আর তা হলো- ইউরোপে ইউক্রেনের বিশ্বস্ত মিত্র রয়েছে এবং জেইএফভুক্ত এই ১০ দেশ প্রতিজ্ঞ যে,  যতদিন প্রয়োজন, আমরা ততদিন ইউক্রেনের পাশে থাকব।’

আর্কটিক অঞ্চলের নরওয়েজিয়ান শহর বোডোতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।সেখানে জোটভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ডেনিস শ্মিগালের বৈঠক অনুষ্ঠিত হয়।

এক্স-এ দেওয়া এক পোস্টে শ্মিগাল বলেন, ‘ইউক্রেন জেইএফ-কে শক্তিশালী করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা হাইব্রিড আগ্রাসন মোকাবিলা, বিমান প্রতিরক্ষা বাহিনীর ব্যবহার, ড্রোনের ব্যবহার, জাতীয় অবকাঠামোর সুরক্ষা এবং দূরপাল্লার হামলা বিষয়ে অভিজ্ঞতা ভাগাভাগি করব।’

নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেন, এই চুক্তি ‘সহযোগিতা জোরদার করেছে’ এবং মিত্রদের মধ্যে আরও দ্রুত ও কার্যকর সমন্বয় সম্ভব করেছে।

তিনি এনআরকে-কে বলেন, ‘এই চুক্তি ইউক্রেনকে ন্যাটোর সদস্য হওয়ার প্রস্তুতিতে সহায়তা করছে।’

২০২৩ সালে ভিলনিয়াসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ন্যাটোভুক্ত দেশের নেতারা বলেন, এই জোটে ইউক্রেনের ভবিষ্যৎ রয়েছে। তবে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়নি।

জেইএফ গঠিত হয়েছিল ২০১৪ সালে, যখন রাশিয়া ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅধিকার পরিষদের দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা
ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জ্বালানি উপদেষ্টার 
বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির সভায় বিদ্যুৎ খাতে অধিকতর সহযোগিতায় গুরুত্ব 
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
১০