বগুড়ায় ট্রাফিক সপ্তাহে র‌্যালি ও লিফলেট বিতরণ

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৮:১১
আজ বগুড়ায় ট্রাফিক সপ্তাহে র‌্যালি ও লিফলেট বিতরণ। ছবি : বাসস

বগুড়া, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): বগুড়ায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়। 

আজ বুধবার দুপুর ১২টায় বগুড়ার শহীদ খোকন পার্কে জেলা পুলিশের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। 

উদ্বোধন শেষে র‌্যালিতে অংশগ্রহণ করেন বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো. শহিদ উল্লাহ, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, আতোয়ার রহমান, সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস, জেলা ট্রাফিক পুলিশের এডমিন সালেকুজ্জামান খান, এনসিপি নেতা এজাজ আল ওয়াসী জীম, ডা. সানী, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বাস, মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি তৌহিদুল আলম মামুন, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ট্রাফিত সপ্তাহে যৌথভাবে আগামী ৭দিন জেলা প্রশাসন, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যানজট নিরসণে কাজ করবে। ট্রাফিক সপ্তাহের মূল লক্ষ্য জনদুর্ভোগ দূর করা। 

র‌্যালি শেষে ফুটপাত দখল মুক্ত রাখতে জেলা প্রশাসক হোসনা আফরোজা যানবাহন, ফটপাতের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা
মানিকগঞ্জ পরিদর্শনে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর 
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার জসিম উদ্দিনকে অটোয়া কমিউনিটির শুভেচ্ছা
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
১০