কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার জসিম উদ্দিনকে অটোয়া কমিউনিটির শুভেচ্ছা

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৯:৫৬ আপডেট: : ০৫ নভেম্বর ২০২৫, ২১:২১
ছবি : বাসস

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মো. জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অটোয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।

কানাডার স্থানীয় সময় মঙ্গলবার অটোয়া হাইকমিশন ভবনে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে মুহাম্মাদ লুতফর রহমান, নাসির উদ্দিন পারভেজ, ইকবাল হোসাইন, আব্দুল্লাহ মাসউদ, নজরুল ইসলাম ও মাহফুজ আল মামুনসহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নতুন হাইকমিশনারকে অভিনন্দন জানান এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। 

আজ বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুভেচ্ছা বক্তব্যে হাইকমিশনার মো. জসিম উদ্দিন কমিউনিটির প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কানাডার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।

কমিউনিটি প্রতিনিধি লুতফর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ঘোষণার বাস্তবায়নে হাইকমিশনের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। প্রতিনিধি আব্দুল্লাহ মাসউদ এনভিআর (নো ভিসা রিকুয়ার্ড) ফি কমানো এবং হাইকমিশনের নিজস্ব ভবন প্রতিষ্ঠার দাবি জানান।

হাইকমিশনার জসিম উদ্দিন কমিউনিটির সব পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবসম্মত প্রস্তাবগুলো যাচাই করে বাস্তবায়নের আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সিইসির কাছে নেত্রীদের দাবি: নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন
মেট্রোরেলের কামালাপুর অংশের নির্মাণ অগ্রগতি ৬৫.৬৮ শতাংশে পৌঁছেছে
১০