এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতি : শিল্প উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৮:১০
বুধবার গাজীপুরে এটলাস ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : পিআইডি

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরিবেশবান্ধব এটলাস ইলেকট্রিক স্কুটার সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই শহর গঠনের প্রতিশ্রুতি। এ স্কুটার তরুণ প্রজন্মসহ জনসাধারণের জন্য সহজ ও সাশ্রয়ী যাতায়াতে ভূমিকা রাখবে এবং জ্বালানি নির্ভরতা হ্রাস করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। 

এ ছাড়া, ইভি স্ক্রুটার কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায়ও সহায়তা করবে।

আজ বুধবার গাজীপুরের টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে এটলাস ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিএসইসি চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম ও অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হক উপস্থিত ছিলেন।

শিল্প উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হলো পরিবেশবান্ধব, প্রযুক্তিনির্ভর ও টেকসই শিল্পায়ন। সরকার সবসময় দেশীয় শিল্পের বিকাশে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সরকারের লক্ষ্য দেশের জনগণ যেন বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করে জাতীয় অর্থনীতিকে আরো শক্তিশালী করতে পারে। সেই দিক থেকে এ ইলেকট্রিক স্কুটার বাজারজাত কার্যক্রম নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিশ্ব এখন ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব হওয়ার উদ্যোগ গ্রহণ করছে। বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকেল নীতি চূড়ান্ত হওয়ার পথে। এটলাসের স্কুটারের মাধ্যমে দেশ ইভি জগতে প্রবেশ করল। পর্যায়ক্রমে দেশে ইভি গাড়িও বাজারে আনা হবে।

এটলাস বাংলাদেশ লিমিটেড বাজারে এনেছে চার ধরনের এটলাস ইলেকট্রিক স্কুটার। এটলাস ইভি ব্র্যান্ডের চারটি ভিন্ন মডেলের স্কুটার হলো এস- ১০০; এস- ৯০; এস- ৮০ এবং এস- ৭০।

চীনের জনপ্রিয় ইলেকট্রিক বাইক নির্মাতা প্রতিষ্ঠান ঝেজিয়াং লুইউয়ান ইলেক্ট্রিক ভেহিকেল কোম্পানি লিমিমিটেড (লুইউয়ান)-এর সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের এটলাস বাংলাদেশ লিমিটেড যন্ত্রাংশ আমদানি করে সংযোজন করে প্রথম ধাপে চারটি স্কুটার বাজারে এনেছে। এ স্কুটারগুলো বিশেষভাবে বাংলাদেশের আবহাওয়া ও রাস্তার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা
মানিকগঞ্জ পরিদর্শনে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর 
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার জসিম উদ্দিনকে অটোয়া কমিউনিটির শুভেচ্ছা
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
১০