যশোরে বিজিবির অভিযানে স্বর্ণসহ যুবক আটক

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৮:০৯

যশোর, ৫ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে স্বর্ণসহ ওসমান গণি (৩০) নামে এক যুবককে আটক করেছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৫৫ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আজ বুধবার বিজিবি’র যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ আটকের বিষয়টি নিশ্চিত করেন। 

আটককুত ওসমান গণি যশোর সদর উপজেলার মোল্লাপাড়া বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।
যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ সকাল সাতটার দিকে বিজিবি’র একটি টহল দল যশোর সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওসমান গণি নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩১৯.৪৮ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গণি স্বীকার করেছেন যে, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছিলেন।

আটক ওসমান গণির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক। 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা
মানিকগঞ্জ পরিদর্শনে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর 
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার জসিম উদ্দিনকে অটোয়া কমিউনিটির শুভেচ্ছা
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত দক্ষিণ এশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল সার্ক
১০