
বান্দরবান, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : বান্দরবানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তারা।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের এস এ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে ৫ হাজার ৭৬০ প্যাকেট রূপালী ব্র্যান্ডের বিড়ি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের বান্দরবান বিভাগের সহকারী কমিশনার মো. আব্দুস ছামাদ। এ সময় উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা নুর মোহাম্মদ, মাহবুবুর রহমান রশিদ, মুজিবুর রহমানসহ অন্যান্যরা।
কাস্টমস কর্মকর্তারা জানান, যশোর থেকে রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল ব্যবহার করে এই বিড়ি বান্দরবানে পাঠানো হয়েছিল। বিড়ি প্রেররকে শনাক্ত করা যায়নি। তবে এস এ পরিবহন কাউন্টারের ম্যানেজার মো. ওমর ফারুক জব্দকৃত বিড়িগুলো কাস্টমস কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেন।
সহকারী কমিশনার আব্দুস ছামাদ বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নকল ব্যান্ডরোল ব্যবহার করে তামাকজাত পণ্য পরিবহন ও বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও জানান, ভ্যাট আইন ২০১২ অনুযায়ী সিগারেট বা বিড়ির প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল না থাকলে লঙ্ঘনকারীর সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড অথবা ২ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।