বাসস
  ২৩ জুন ২০২৪, ২০:২০

১৫ বছরে বিদেশে ১১ লাখ ১৪ হাজার নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে : বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ২৩ জুন, ২০২৪ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, বিগত ১৫ বছরে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত (১১ জুন ২০২৪) ১১ লাখ ১৪ হাজার নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। এরমধ্যে সৌদি আরবে সব থেকে বেশি নারী কর্মী গিয়েছেন।
তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য পারভীন জামানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা জানান।
সরকারি দলের সদস্য মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসীজ এমপ¬য়মেন্ট এন্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর মাধ্যমে জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিজি, মালয়েশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিতভাবে স্বল্প খরচ-বিনা খরচে কর্মী প্রেরণ করা হচ্ছে।