বাসস
  ২৫ জুন ২০২৪, ১৩:৪৮

ভোলায় ১০ জন কৃষককে পুরস্কার প্রদান

ভোলা, ২৫ জুন, ২০২৪ (বাসস): জেলায় আজ বিভিন্ন জাতের ফসল উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখার জন্য ১০ জন কৃষককে পুরস্কৃত করা হয়েছে।
এর মধ্যে তেল জাতীয় ফসল উৎপাদনে ৫ জন এবং সবজি ও ধান উৎপাদনে ৫ জন কৃষককে এ সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবির।
এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আলী আজম শরীফ, এ এফ এম শাহাবুদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, দৌলতখান উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, জেলা বিএডিসির সহকারী পরিচালক আবিদ হোসেন, আঞ্চলিক বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রাশেদুল হাসান সহ অন্যরা।
পুরস্কার প্রাপ্ত কৃষকরা  হলেন, তেল জাতীয় ফসলের জন্য মো: নাসির, আবুল হাসনাত, মো: নিরব হোসেন, মনির হোসেন ও নাজমুল। এছাড়া সবজি ও ধান উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য গিয়াস উদ্দিন, রফিকুল, সাইফুল ইসলাম, মোহাম্মদ দুলাল, রফিকুল ইসলামকে পুরস্কৃত করা হয়।