বাসস
  ২৯ জুন ২০২৪, ২০:১৩

নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী কৃষি মেলা

নাটোর, ২৯ জুন ২০২৪ (বাসস) : জেলার বড়াইগ্রাম উপজেলায় ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ থেকে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। 
আজ শনিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু এবং বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন। 
মেলা উদ্বোধন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। 
তিনদিন ব্যাপি এ কৃষি মেলায় ১০টি স্টল প্রদর্শিত হচ্ছে।
এছাড়াও এ মেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার একহাজার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এবং ঘুর্নিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্থ ২৫০ জন কৃষককে জনপ্রতি একবিঘা জমি আবাদে পাঁচকেজি করে আমন ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।