শিরোনাম
শেরপুর, ১ জুলাই ২০২৪ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের দুইহাজার কৃষকের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এসব কৃষি উপকরণ বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইঁয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসলিমা খানম নীলু।
এ সময় সদর উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে খরিপ মৌসুমে আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের দুইহাজার কৃষকের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ করা হয়েছে।