বাসস
  ০৯ জুলাই ২০২৪, ১৬:৫২

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু

সিলেট, ৯ জুলাই, ২০২৪ (বাসস): বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সিলেট বিভাগের ৪ জেলার ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে বসেন। কোথাও কোনরকম অপ্রিতীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার মাধ্যমেই সিলেট বিভাগে মূলত এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।
সারা দেশে ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও সিলেটে  টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তৈরি বন্যা পরিস্থিতিতে তা ৮ জুলাই পর্যন্ত তা স্থগিত করা হয়। পরে পরীক্ষা পিছিয়ে  ৯  জুলাই নির্ধারণ করা হয়।
সিলেট শিক্ষা বোর্ড সুত্র জানায়, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের চার জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। গত ৩০ জুন সারাদেশে অনুষ্ঠিত হওয়া এইচএসসি ও সমমানের  পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বন্যার কারণে মঙ্গলবার (৯ জুলাই) থেকে শুরু হচ্ছে সিলেট বিভাগে।
শিক্ষা বোর্ড জানায়, সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের চার জেলা। পুরো বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দিবেন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯০ জন ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী। এর মধ্যে সিলেটে ৩৫ হাজার ৬২০, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ ও হবিগঞ্জে ১৫ হাজার ৩ পরীক্ষার্থী আছেন। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।