বাসস
  ১০ জুলাই ২০২৪, ২১:১৮

ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন করলেন সিনিয়র সচিব মশিউর রহমান

ঢাকা, ১০ জুলাই, ২০২৪ (বাসস) : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান। 
আজ বুধবার সকাল ১০টা থেকে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন করেন। 
এসময় অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, সিনিয়র সচিবের একান্ত সচিব এবং উপসহকারী পরিচালক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
এতে বলা হয়, সিনিয়র সচিব ফায়ার সার্ভিস অধিদপ্তরের অগ্নিনির্বাপণী গাড়ি-পাম্প ও সাজ-সরঞ্জাম পরিদর্শন করেন এবং আলোচনা অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিনিয়র সচিব মো. মশিউর রহমান জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যগণ, মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে শহীদ সকল অগ্নিসেনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 
তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা ২০৪১ সালে উন্নত দেশের যে স্বপ্ন দেখছি, আপনারা তার অগ্নিনিরাপত্তা দেয়ার সক্ষমতা অর্জন করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে আমি আশা প্রকাশ করি।’ 
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন 
প্রধান অতিথির হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন।