বাসস
  ১১ জুলাই ২০২৪, ১৭:৫৩

গাজী আবু তানজিদেহার ইন্তেকাল

ঢাকা, ১১ জুলাই, ২০২৪ (বাসস) : রাজধানীর মনিপুরীপাড়া নিবাসী বীমা কর্মকর্তা গাজী আবু তানজিদেহা (৬৪) আর নেই। তিনি আজ দুপুরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে অসুস্থ থাকায় গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল তার পায়ে একটি অপারেশন করা হয়েছিলো। আজ বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতির অবনতি হচ্ছিলো এবং বেলা সোয়া ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি স্ত্রী, দুইভাই ও পাঁচবোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  
গাজী আবু তানজিদেহা বাসসের বার্তা সম্পাদক ও বিএফইউজে’র নেত্রী নূরে জান্নাত আখতার সীমার ভাই।
মরহুমের পারিবারিক সূত্র জানায়- রাজধানীর মনিপুরীপাড়া জামে মসজিদে আজ বাদ মাগরিব মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার বাদ জুমা মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার জশলদিয়া গাজী বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজভ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।