বাসস
  ১১ জুলাই ২০২৪, ২৩:৩৪

রাস্তা খোঁড়াখুঁড়ি ও মশার লার্ভার জন্য কারাদন্ডসহ জরিমানা ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালতের

ঢাকা, ১১ জুলাই, ২০২৪ (বাসস) : অনুমোদন ছাড়া রাস্তা খুঁড়ে পানির সংযোগ নেওয়ায় একজনকে সাত দিন ও  মশার লার্ভা পাওয়ায় অপর একজনকে তিন দিনের কারাদন্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)র ২টি ভ্রাম্যমাণ আদালত ।
অনুমোদন না নিয়ে রাস্তা খুঁড়ে নিজ বাসায় পানির সংযোগ নেওয়ায় আজ বৃহস্পতিবার  মো. শহিদুল ইসলামকে ৭ দিন এবং এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন একটি ভবনের ঠিকাদার ইমাম হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ডিএসসিসি’র আদালত।
ডিএসসিসি’র অঞ্চল-৯ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজির পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহিদুল ইসলামকে বিনাশ্রম এই কারাদন্ড দিয়েছে। ঢাকা ডেমরা রোডের কাজলার ভাঙ্গা প্রেস এলাকার হাজী আব্দুস সামাদ রোডের সংযোগস্থলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্মিত অনুমোদন ছাড়া একটি রাস্তা খনন করে নিজ বাসায় পানির সংযোগ নিয়েছিলেন শহিদুল ইসলাম।  
এছাড়া ডিএসসিসি’র অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক পরিচালিত অপর একটি ভ্রাম্যমাণ আদালত এডিস মশার লার্ভা পাওয়ায় হাজারিবাগ এলাকার নির্মাণাধীন ভবনের ঠিকাদার ইমাম হোসেনকে তিন দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে।
বেসরকারি আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠান গোল্ডেন হিলস এন্ড টেকনোলজি লিমিটেড নামের এ ঠিকাদারী প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে নির্মাণধিীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ঠিকাদার ইমাম হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।
এছাড়াও আজ ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে আরো ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।  এ সব অভিযানে সর্বমোট ৪০৯ টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ৬টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৬টি মামলায় সর্বমোট ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।