বাসস
  ১১ জুলাই ২০২৪, ২৩:৫৩

তিস্তা পাড়ে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বিজিবি মহাপরিচালক

ঢাকা, ১১ জুলাই, ২০২৪ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা পাড়ের বন্যাদুর্গত এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
বিজিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,বিজিবি মহাপরিচালক আজ সকালে বিজিবি'র তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) দায়িত্বপূর্ণ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান শেখ সুন্দর দাখিল মাদ্রাসা মাঠে বন্যাদুর্গত এলাকার ২৫০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী হিসেবে চাউল, ডাল, তৈল, আলু, চিড়া, গুড়, নুডুলস, লবন, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করেন।
ত্রাণ বিতরণ শেষে বিজিবি মহাপরিচালক তিস্তা ব্যারেজ, তিস্তা ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ পানবাড়ী বিওপি, তিন বিঘা করিডোর ও আঙ্গরপোতা-দহগ্রাম সীমান্ত পরিদর্শন করেন।
বিজিবি মহাপরিচালকের  ত্রাণসামগ্রী বিতরণ ও পরিদর্শনকালে  বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশিদ এবং তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মোসাহিদ মাসুমসহ বিজিবি'র অন্যান্য কর্মকর্তাগন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত  ছিলেন।