বাসস
  ০২ আগস্ট ২০২৪, ১৯:০৭

নাটোরে মৎস্য খাতের উন্নয়নে কর্মশালা

নাটোর, ২ আগস্ট, ২০২৪ (বাসস) : ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা’-শীর্ষক এক কর্মশালা আজ শুক্রবার নাটোরে অনুষ্ঠিত হয়েছে। 
মৎস্য বীজ উৎপাদন খামারের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মো. আব্দুল মান্নান এবং নাটোর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন। কর্মশালায় ২৬ জন নবীণ ও প্রবীণ মৎস্য খামারী অংশগ্রহন করেন।