চট্টগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৫

চট্টগ্রাম, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) মধ্যরাতে কম্বল বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

এ সময় তিনি বলেন, চট্টগ্রামের শীতার্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে ২০ লাখ কম্বল দেয়া হয়েছে। এসব কম্বল পর্যায়ক্রমে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসক ফরিদা খানম জানান, মহানগরীতে প্রথম দিন তিন হাজার কম্বল বিতরণ করা হয় । তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা ও বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রথম দিনে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে নগরীর স্টেশন রোড, কদমতলী, সিআরবি, কাজির দেউড়ি ও ষোলশহর দুই নাম্বার গেট এলাকায় অতিদরিদ্র শীতার্ত পথচারীদের মাঝে তিন হাজার কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার আল আমিন হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ২০ লাখ কম্বল ও এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০