চট্টগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাসস
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৫

চট্টগ্রাম, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) মধ্যরাতে কম্বল বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

এ সময় তিনি বলেন, চট্টগ্রামের শীতার্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে ২০ লাখ কম্বল দেয়া হয়েছে। এসব কম্বল পর্যায়ক্রমে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসক ফরিদা খানম জানান, মহানগরীতে প্রথম দিন তিন হাজার কম্বল বিতরণ করা হয় । তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা ও বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রথম দিনে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে নগরীর স্টেশন রোড, কদমতলী, সিআরবি, কাজির দেউড়ি ও ষোলশহর দুই নাম্বার গেট এলাকায় অতিদরিদ্র শীতার্ত পথচারীদের মাঝে তিন হাজার কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার আল আমিন হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ২০ লাখ কম্বল ও এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে রাশিয়ান সৈন্যের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
ফিলিপাইনে ১৪০ জনের  প্রাণহানির পর ভিয়েতনামে ঘূর্ণিঝড় কালমেগির আঘাত
ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে ভিয়েতনামে হতাহত ১২
বিএমইউতে ক্যান্সারের আধুনিক চিকিৎসা বিষয়ে একাডেমিক সেশন
এক মাসে ১ লাখ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি
ইসি শতভাগ প্রস্তুত: ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
১০