বাসস
  ০৮ আগস্ট ২০২৪, ১০:৩৬

সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫৯৬ বন্দীর ৪০৫ জন ফিরে এসেছে

সাতক্ষীরা, ৮ আগস্ট, ২০২৪ (বাসস) : সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫৯৬ বন্দীর মধ্যে গতকাল পর্যন্ত ৪০৫ জন ফিরে এসেছে।
গত রোববার সন্ধ্যায় রোববার একদল বিক্ষুব্ধ লোক সাতক্ষীরা কারাগারে হামলা ও ভাঙচুর করলে ৫৯৬ জন বন্দী পালিয়ে যায়। পরে কারাগার থেকে বেরিয়ে যাওয়া বন্দীরা ফিরে আসতে শুরু করেছে।
বুধবার পর্যন্ত অন্তত ৪০৫ বন্দী ফেরত আসার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথি বিষয়টি নিশ্চিত করেন।
ফিরে আসা বন্দীরা জানান- কারা কর্তৃপক্ষের মাইকিং শুনে তারা আবার ফিরে এসেছেন।
জেলার বলেন, কারাগারে বিভিন্ন ধরনের অপরাধের বন্দী ছিলেন ৫৯৬ জন। ২৭ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার মধ্যে ২৩ জন ফিরে এসেছে। দুইজন ফাঁসির দ-প্রাপ্ত আসামির মধ্যে একজন ফিরে এসেছে।
এর মধ্যে বুধবার রাত পর্যন্ত ৪০৫ জন ফিরে এসেছে। তিনি আশা করছেন, আরও আসামি ফেরত আসবে।
তিনি বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে ৫৬ জন জামিনে মুক্ত হয়ে গেছে।