বাসস
  ১১ আগস্ট ২০২৪, ১৩:৪৩
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৫:২৬

কুমিল্লায় নিত্যপণ্য বাজার মনিটরিংয়ের কাজ করছেন শিক্ষার্থীরা

কুমিল্লা (দক্ষিণ), ১১ আগস্ট, ২০২৪ (বাসস) : জেলাল নিত্যপণ্য বাজার মনিটরিংয়ের কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের শিক্ষার্থীরা। আজ দুপুর ১২ টায় কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ নিত্যপণ্য রাজগঞ্জ বাজার, টমছমব্রিজ বাজার, নিউমার্কেট ও শাসনগাছা এলাকায় বিভিন্ন দলে ভাগ হয়ে তারা বাজার মনিটরিং করেছেন।
এ সময় পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি এবং প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কিনা সেটির তদারকি করেছেন। এ সময় যেসব দোকানে কোনো ত্রুটি দেখা যাচ্ছে সেসব দোকানিকে সতর্ক করছেন তারা।
শিক্ষার্থীদের সম্বয়ক আবুল কালাম বাসসকে জানান, আমরা ভোক্তাদের কথা শুনছি। তারা (ভোক্তারা) জানিয়েছেন, আগের চেয়ে কম দামে পণ্য বিক্রি হচ্ছে। বাজারগুলোতে সিন্ডিকেট না থাকায় কম দামে পণ্য বিক্রি করতে পারছেন বিক্রেতারা।
রাসেল মাহমুদ নামের এক ক্রেতা বাসসকে জানায়, শিক্ষার্থীদের এ উদ্যোগটা খুবই ভালো লেগেছে।