বাসস
  ১২ আগস্ট ২০২৪, ১৬:৩৪

গোপালগঞ্জে সব থানার পুলিশ কাজে যোগ দিয়েছে

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১২ আগস্ট, ২০২৪ (বাসস): গোপালগঞ্জে সব থানার পুলিশ কাজে যোগ দিয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে তারা কাজ শুরু করেছে।  ইতোমধ্যে  পুলিশ সদস্যরা জেলাবাসীর জান-মালের নিরাপত্তা দিতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া সড়কে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। এতে সড়কের শৃংখলাও ফিরে এসেছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী অফিফা জানান, জেলার ৫ উপজেলার ৫টি থানা ও ৭ টি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা, কনস্টেবল ও ট্রাফিক বিভাগে কর্মর্তরা কাজ শুরু করেছেন।  
কোটালীপাড়া থানার ওসি মো. ফিরোজ আলম জানান, আমার থানায় কাজে যোগ দেওয়া কর্মকর্তা ও কনস্টেবলদের আমি স্বাগত জানিয়েছি। এদিকে কার্যক্রম শুরু করায় কোটালীপাড়া থানা পুলিশকে উপজেলা বিএনপি এবং  সহযোগি ও অংগ সংগঠনের পক্ষ থেকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।