শিরোনাম
সাতক্ষীরা, ১২ আগস্ট ২০২৪ (বাসস): জেলায় আজ পুলিশ সুপারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১২ টায় জেলা পুলিশের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, সোহান সাইদ সাদ্দাম, মুবাশ্বির ফয়সাল, রিফাত আহমেদ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালহা জুবায়ের, আনছার আব্দুল্লাহ আনিছুর, মোহনী তাবাসসুম, শোভন সরকার, রাকিবুল ইসলাম, ওয়ালিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।