শিরোনাম
ভোলা, ১৩ আগস্ট, ২০২৪ (বাসস) : জেলায় আজ পুলিশ ও নৌ বাহিনীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন পক্ষে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।
পরে সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
এ সময় সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন, দেশে যে পরিবর্তিত প্রেক্ষাপট তৈরি হয়েছে, তাতে পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাঘাত ঘটেছিল। স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে ভোলায় নৌ-বাহিনী নিয়োজিত হয়। তাদের সহযোগিতায় পুলিশ মনবল ফিরে পায়। গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে পুলিশের সব কার্যক্রম শুরু হয়।
তিনি বলেন, দেশটা আমাদের সবার। আমরা সবাই সুন্দর একটি বাংলাদেশ চাই। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা পুলিশ সুপার।
জেলার দায়িত্বে নিযুক্ত নৌ-বাহিনীর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষায় নৌ-বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জেলার সব থানায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে এবং জনগণের সঙ্গে পুলিশের যে দূরত্ব রয়েছে তা দূর করে একটি কল্যাণকর সম্পর্ক তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি।
পরে ট্রাফিক পুলিশের কর্মবিরতির সময় সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা ৬০ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সহ নৌ-বাহিনী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।