বাসস
  ১৯ আগস্ট ২০২৪, ১৩:০৭

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

গাজীপুর, ১৯ আগস্ট, ২০২৪ (বাসস) : গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে  আজ ভোরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
 খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ছিন্ন-ভিন্ন লাশটি সকাল সাড়ে সাতটার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান ।
গাজীপুর মহানগরীর বাসন থানার এসআই দুলাল চন্দ্র বাসসকে জানান, টাঙ্গাইল থেকে গাজীপুরগামী মোটরসাইকেলটি ভোর সাড়ে পাঁচটার দিকে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে। এ সময় মোটরসাইকেল চালক মহাসড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তার মাথা থেতলে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে লাশ   উদ্ধার করা হয়। তার গায়ে একটি জিন্সের প্যান্ট ও নীল রঙের কটি ছিল। মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো (ল-৫৪-৯৮৯২)। লাশটি শনাক্তকরণে সাথে অন্য কিছু পাওয়া যায়নি।