বাসস
  ২০ আগস্ট ২০২৪, ১৮:৪১

নওগাঁয় সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের

নওগাঁ, ২০ আগস্ট ২০২৪ (বাসস): জেলায় আজ সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ও সাবেক হুইপ এডভোকেট শহিদুজ্জামান সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দন্ডবিধি আইনের ৩৪/৩৮৫/৩৮৭/৪২৭/ ৩৮০/৩৪১ /৩৪২ / ৩২৩/ ৫০৬ (২) ধারায় দায়েরকৃত মামলা নম্বর সি আর- ৪৯৮, তারিখ ২০-০৮-০২। 
আজ মঙ্গলবার নওগাঁর চার নম্বর আমলী আদালতে বাদী হয়ে এ মামলা দায়ের করেন জেলার পতœীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার হরিরামপুর দক্ষিন মহল্লার মো. মোকারম আলীর পুত্র মো. সামশুল হক।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে দাবীকৃত বিশলাখ টাকা চাঁদা না পাওয়ায় ক্ষমতার অপব্যবহার করে পতœীতলা থানায় আটকে রেখে মিথ্যা মামলা, মারপিট, মৃত্যু ও গুমের ভয় দেখিয়ে জোরপূর্বক ষ্ট্যাম্পে ও সাদা কাগজে না-দাবিনামায় স্বাক্ষর করে নেয়া হয় বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।
এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক হুইপ শহিদুজ্জামান সরকারকে একনম্বর আসামী করা হয়েছে। এছাড়াও মো. রেজাউল মামুদ স্বপন, মো. মোজাহারুল ইসলাম চঞ্চল, মো. আবুল কালাম আজাদ অরুন এবং মো. রেজাউল কবির চৌধুরীকে এ মামলায় আসামী করা হয়েছে।