শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ২১ আগস্ট, ২০২৪ (বাসস): দিন দিন বাড়তে থাকা কুমিল্লার গোমতী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে বলে জানা গেছে। কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হঠাৎই খরস্রোতা রূপে ফেরায় গোমতী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। নদীর বাঁধ ঝূঁকির মুখে থাকায় পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তাগণ পর্যবেক্ষণে রয়েছে। এসময় তারা কামাড়খাড়া ও বাবুবাজার এলাকাবাসীর কাছে বাঁধে ফাঁটলের খবর পেলে সেখানে ফাঁটল রোধে বালুর বস্তা সরবরাহ করে বলে জানায় স্থানীয়রা। এদিকে পানি প্রবাহ ও উচ্চতা ক্রমাগত বাড়তে থাকায় নদীর পাড়ের মানুষজনকে আতংকিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
গোমতী বাঁধ সংলগ্ন দূর্গাপুর এলাকার বাসিন্দা মোঃ শাফি বাসসকে জানান, গত দুইদিন ধরেই নদীর পানি বাড়ছে। তবে গতকাল মঙ্গলবার বিকেল ৪টার পর থেকে পানির উচ্চতা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায়। একই সাথে ¯্রােতের গতিও বেশি। গোমতী পাড়ের বাবুর বাজার, এতবারপুর, ছত্রখিল, কামাড়খাড়া বাঁধ ঝুঁকির মুখে রয়েছে।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বাসসকে জানান, কুমিল্লার গোমতী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের একাধিক টিম বাঁধ পর্যবেক্ষণে রয়েছে। আমরা গোমতী পাড়ের মানুষজনকে বলেছি- তারা কোথাও কোন বাঁধে ফাঁটল বা ঝুঁকি দেখেলে যেন পানি উন্নয়ণ বোর্ডকে সাথে সাথে অবহিত করে।