বাসস
  ২১ আগস্ট ২০২৪, ১৫:১৮

অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা

ঢাকা, ২১ আগস্ট, ২০২৪ (বাসস): আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্রগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের
অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো
হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বাংলাদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আজ ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
ঢাকায় আজ সুর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে এবং আগামীকাল সুর্যোদয় ৫টা ৩৬ মিনিটে।